Physical construction
অবকাঠামো ঃ ১৯৯৫ সালে কলেজের নিজস্ব অর্থায়নে ১ম ভবনটি নির্মিত হয়। এরপর ১৯৯৯ সালে মাননীয় প্রধানমন্ত্রীর অর্থানুকল্যে একটি ত্রিতল ভবনের ভিত বিশিষ্ট টিনসেড ভবন নির্মিত হয়। ১৯৯৮ সালে শিক্ষা প্রকৌশল বিভাগ কর্তৃক নির্মিত ১ম একাডেমিক ভবনের ফলক উন্মোচন করা হয়। ২০০১ সালে ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং দ্বিতল ভবন নির্মাণ করা হয়। অত:পর ২০১০ সালে উক্ত দ্বিতল ভবনটিকে ত্রিতল ভবনে পরিণত কর। ১৯৯৯ সালে তদানিন্তন সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় কলেজের নিজস্ব অর্থায়নে নির্মিত সাড়ে ছয় হাজার বর্গফুটের তিন তলা ভিত বিশিষ্ট তিনতলা প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০১১ সালে শিক্ষা প্রকৌশল বিভাগ কর্তৃক তিনতলা ভিত সম্পন্ন ১ম পর্যায় একতলা নির্মিত হয়।
পরিবহন ঃ কলেজটির প্রতিষ্ঠা ও ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রম যখন সন্নিহিত জনপদে বিপুল আগ্রহ সৃষ্টি করছে, পার্শ্ববর্তী উপজেলাসহ দূর দূরান্ত থেকে ছাত্রীরা এ কলেজে পাঠ গ্রহণে আগ্রহী হয়ে উঠছে ঠিক সেই প্রেক্ষাপটে ১৯৯৭ সালে ছাত্রী পরিবহনের জন্য একটি মাইক্রোবাস কেনা হয়। ১৯৯৯ সালে আরও একটি বাস ক্রয় করা হয়। কলেজের ক্রয়কৃত বাস দুটি কলেজের ছাত্রীসংখ্যা বৃদ্ধি ও এদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
ভৌত অবকাঠামো : ফকিরহাট সরকারি মহিলা ডিগ্রি মহাবিদ্যালয় ১টি তিনতলা ভবন, ৬,৫০০ বর্গফুট বিশিষ্ট ১টি তিনতলা প্রশাসনিক ভবন, ১টি একতলা ভবন(৩তলা ভবনের প্রথম পর্যায়), ২টি ওয়াল টিনসেড ভবন আছে। এ ভবনগুলোতে সর্বমোট কক্ষ সংখ্যা ৪৬ টি। এ সকল কক্ষের মধ্যে রয়েছে- অধ্যক্ষের কক্ষ= ১টা, উপাধ্যক্ষের কক্ষ= ১টা, প্রশাসনিক অফিস কক্ষ= ১টা, বিভাগীয় অফিস কক্ষ= ২টা, শ্রেণিকক্ষ= ২৩টা, শিক্ষক মিলনায়তন = ১টা, ছাত্রীমিলনায়তন= ১টা, ছাত্রীনিবাস কক্ষ= ৭টা, স্টোর রুম= ১ টা, রোভার স্কাউট কক্ষ = ১টা, রান্না ঘর কক্ষ= ১টা, কম্পিউটার কক্ষ = ১টা, বিজ্ঞানাগার কক্ষ= ২ টা, পাঠাগার কক্ষ= ১টা । অপর দিকে বিভিন্ন ভবনে ১৫টা টয়লেট রয়েছে। এছাড়া কলেজটিতে শহীদ মিনার ও একটি নামাজের কক্ষ আছে।